
EIIN : 126582
Phone : 0722356027
Email: sardahcollege1972@gmail.com
অধ্যক্ষের বাণী
১৯৭১ পরবর্তী গণমানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭২সালে স্থানীয় অগ্রসরমানুষদের উদ্যোগে রাজশাহী ক্যাডেট কলেজ ও সারদা পুলিশ একাডেমির সহযোগিতায় সরদহ সরকারি মহাবিদ্যালয় এর যাত্রা শুরু হয়। উল্লেখ্য, এই সময় রাজশাহী শহরের বাইরে একটিমাত্র বেসরকারি বানেশ্বর কলেজ ছিল। পরবর্তীতে ২০১৮ সালে কলেজটি জাতীয় কৃত হয়। কলেজটি দীর্ঘ পথ পরিক্রমায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এখানকার বহু সাবেক শিক্ষার্থী রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রযুক্তির বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরদহ সরকারি মহাবিদ্যালয়ও অনলাইন ভিত্তিক যাবতীয় কার্যক্রম চালানোর উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে এই প্রচেষ্টার অংশ হিসেবে সরদহ সরকারি মহাবিদ্যালয় এর website টি আরও শক্তিশালী গতিশীলও বর্ণাঢ্যরূপে দৃশ্যমান হয়েছে। আমি এই website(sardahcollege.edu.bd) এর সার্বিক কার্যক্রমকে স্বাগত জানাই ।
অধ্যক্ষ
ড. প্রফেসর মোঃ কামাল হোসেন।
সরদহ সরকারি মহাবিদ্যালয়।
সরদহ, চারঘাট, রাজশাহী।